
প্রকাশিত: Fri, Jan 13, 2023 3:21 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:23 AM
বছরে ৩ হাজার ১২৫ কোটি টাকা বেতনে সৌদির আল হিলালে খেলতে পারেন মেসি
এল আর বাদল: পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই যোগ দিয়েছেন সৌদি আরবের আল নাসর ক্লাবে, এবার আসছেন ফুটবল বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি। তবে আল নাসরে নয়। তাকে দলে অন্তর্ভূক্ত করতে যাচ্ছে সৌদি আরবের আরেক ফুটবল ক্লাব, নাসরের চির প্রতিদ্বন্দ্বী আল হিলাল। এই ক্লাবে মেসির যোগ দেওয়ার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে। গুঞ্জনটি সত্যি হলে, অর্থাৎ আর্জেন্টাইন ফুটবল জাদুকর সৌদি আরবের ক্লাবে যোগ দিলে বছরে পেতে পারেন বড় অঙ্কের অর্থ, সেটা রোনালদোর ২ হাজার ২৩৯ কোটি টাকার চেয়েও বেশি।
প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো রোনালদো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। এদিকে, সৌদির ক্লাবটির সঙ্গে সিআরসেভেনের চুক্তি হতেই সক্রিয় হয়ে উঠেছে আল নাসরের প্রধান প্রতিপক্ষ বলে পরিচিত আল হিলাল। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও ক্লাবটির তরফে এমন কোনো কথা শোনা যায়নি। তবে সৌদির বরাত দিয়ে স্পেনের ক্রীড়াভিক্তিক সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভোর প্রতিবেদন বলছে, আল হিলাল মেসিকে তাদের ক্লাবে নিতে চাচ্ছে। এজন্য বড় অঙ্কের অর্থও ঢালতে রাজি আল হিলাল ক্লাবটি। কিন্তু কথা হলো, মেসি কি সত্যি সত্যিই পিএসজি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন?
হিলালে যোগ দিলে বছরে ৩ হাজার ১২৫ কোটি টাকার চেয়েও বেশি বেতন পেতে পারেন আর্জেন্টাইন ফুটবলার। তাতে বিশ্ব ফুটবল আবার দেখতে পারবে মেসি-রোনালদো দ্বৈরথ। এর সব কিছুই কল্পনা, কেননা আল হিলালের তরফ থেকে এ সম্পর্কে এখনও কোনো কিছু স্পষ্ট করা হয়নি।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। এজন্য বিশ্ব ফুটবলে নিজেদের চেনানোর একটা প্রচেষ্টা তাদের থাকতেই পারে। রোনালদোকে তো আল নাসর দলে ভিড়িয়েছেই, মেসিকেও নিতে পারলে ষোলকলা পূর্ণই হবে দেশটির। তাতে করে বিশ্ব ফুটবলে নিজেদের পোক্ত একটা অবস্থান তৈরি হতে পারে আরব দেশটির। সম্পাদনা: সালেহ বিপ্লব
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
